বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বরুড়ায় পুরস্কার বিতরণ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়া উপজেলায় বিজ্ঞানভিত্তিক সচেতনতা এবং তরুণদের মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে ও বরুড়া উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম। ১০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এতে অংশগ্রহণ করে। এ বছর উদ্ভাবনী ও প্রযুক্তিগত দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে বরুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দ্বিতীয় স্থানে বরুড়া হাইস্কুল এবং তৃতীয় তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চবিদ্যালয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আছিয়া খাতুন, বরুড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মনির হোসেন প্রমুখ।