স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের স্বাস্থ্য কমপেস্নক্সের অধীনে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছেন সেবা নিতে যাওয়া সাধারণ মানুষ। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। প্রতিদিন সকাল থেকে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করছেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তাবায়ন পরিষদের আহ্বায়ক শেখ রবিউল আলম খোকন বলেন, স্বাস্থ্য সহকারীদের জন্যই আজ বাংলাদেশ টিকাদানে বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। বিভিন্ন সময় তাদের দাবি মানার প্রতিশ্রম্নতি দেওয়া হলেও তার কোনো প্রতিফলন দেখা যায়নি। তারা এসব প্রতিশ্রম্নতির দ্রম্নত বাস্তবায়ন চান। ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি অব্যাহত রেখেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবারও সকাল থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে তারা কর্মবিরতি পালন করেন। এ সময় সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোলস্না হেদায়েত হোসেন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, সদস্য সুলতানা লায়লা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। কর্মবিরতির ফলে বন্ধ আছে শিশুদের টিকাদান কার্যক্রম। মঙ্গলবার স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান, শরদিন্দু ভট্টাচার্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাজমা মির্জা, স্বাস্থ্য সহকারী মেজবাহ উদ্দিন রোমান, মাহবুবুর রহমান, আশরাফ আলী প্রমুখ।