পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন প্রার্থীরা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। শেষ দিন তাই মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা গেছে। তবে করোনাকালীন সময় কিছু কিছু প্রার্থী স্বাস্থ্যবিধি মানলেও অনেক ক্ষেত্রেই দেখা গেছে, এর ব্যতিক্রম। আমাদের জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর : পঞ্চগড় : পঞ্চগড় পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বিকালে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন, বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম এবং জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার বিপস্নব দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীরের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৮ জন প্রার্থীও তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুষ্টিয়া : খোকসা পৌরসভার নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হফিজ আহাম্মেদ রাজু জেলা রিটার্নিং কর্মকর্তা আবু আনছারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন নেতাকর্মী নিয়ে রাজু তার মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আজগর আলীসহ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারিকুল ইসলাম তারিক। এ ছাড়া কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। খোকসা পৌরসভার এবারের নির্বাচনে মোট ভোটার ১৪ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৪৪২ এবং নারী ভোটার সাত হাজার ৪৯৮ জন। শ্রীপুর (গাজীপুর) : আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে গাজীপুরের শ্রীপুরে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের কাছে জমা দেন। তবে এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি ছিল উপেক্ষিত। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেষ দিন মেয়রপদে তিনজন, কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মেয়রপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুলস্নাহ শহিদ ও ইসলামী শাসনতন্ত্রের ফরহাদ আহমেদ মমতাজী। দেশের দ্বিতীয় বৃহত্তম এই পৌরসভায় মোট ভোটার ৬৭ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ৮৩২ এবং নারী ভোটার ৩৪ হাজার ১০৩ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুজ্জামান জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি। কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দলীয় প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থীসহ মেয়রপদে মোট ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ সদস্যপদে ৫১ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাজিউল ইসলাম মনোনয়নপত্র দাখিল করলেও আরও দুই আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তৃণমূলের সর্বোচ্চ ভোট পাওয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু ও বহিষ্কৃৃত আওয়ামী লীগ নেতা সাইদুল হাসান দুলালও তাদের মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া বিএনপির মনোনীত প্রার্থী সাংবাদিক শফিকুল ইসলাম বেবু ছাড়াও সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার আবদুল মজিদ। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কুড়িগ্রাম পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৫৬ হাজার ৩৯৫। এর মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৪৮ আর পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭ জন। ৯টি ওয়ার্ডে ২৪টি ভোটকেন্দ্রে এবার ভোটগ্রহণ করা হবে। এদিকে একাধিক প্রার্থীর ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু জানান, দলীয় প্রার্থী এবং কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, তারা কাজ করবেন। ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মেয়রপদে চারজনসহ ৯টি সাধারণ এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার প্রথম দফা পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার ও দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলামের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। মেয়রপদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত খাজা মঈনুদ্দিন চিশতি, বিএনপির শাহাদৎ আলী সাহাজুল, স্বতন্ত্রপ্রার্থী, বর্তমান মেয়র মুরতুজা সরকার মানিক ও ব্যবসায়ী মাহমুদ আলম লিটন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৩ জন। এদিকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে উপজেলা প্রাঙ্গণ। মুক্তিযোদ্ধা দিবসে আলোচনা সভা \হস্বদেশ ডেস্ক নওগাঁ ও রানীনগরে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা পহেলা ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা এবং মাসিক সম্মানী ২০ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানান। নওগাঁ : শহরের ব্রিজের মোড়ে মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালায় আয়োজিত আলোচান সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম, মো. আবু তাহের, আব্দুল জলিল, মো. আলাউদ্দিন, গোলাম মোস্তফা, আব্দুস সামাদ, মো. তোফাজ্জল হোসেন, একেএম সিরাজুল ইসলাম এবং মো. নজরুল ইসলাম। রানীনগর (নওগাঁ) : উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হেলাল। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, অন্যদের মধ্যে যারা ছিলেন, রানীনগর উপলোর উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন, রানীনগর উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা আয়েজ উদ্দীন, যুবলীগ নেতা জাকির হোসেন জয় প্রমুখ।