আগুনে ক্ষতিগ্রস্তরা টাকা-টিন পাবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকান মালিককে তিন হাজার টাকা ও এক বান টিন দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে এসে মন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ অন্যান্যরা তার সাথে ছিলেন। উলেস্নখ্য, সোমবার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭৬টি মালামাল পুড়ে গেছে। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নগদ তিন হাজার টাকা, এক বান টিন, শীতবস্ত্র ও খাবার সামগ্রী বিতরণ করা হবে। দোকান মালিকরা জানান, এ ভয়াবহ অগ্নিকান্ডে ঢাকা-টাঙ্গাইল সড়কের বাসস্টেশন থেকে মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত প্রায় শতাধিক টিন শেড ও সেমি পাকা দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।