মহিষ জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় দুটি মহিষ জবাই করে মাথা কেটে ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চর পাতালিয়ায় এই ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত থেকে নিখোঁজ ছিল মহিষ দুটি। উপজেলার বিভিন্ন চরে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার বিকাল ৩টায় চরপাতালিয়ার কেঁওড়া বন থেকে পতিত অবস্থায় মহিষের মাথা দুটি উদ্ধার করা হয়। ওই ঘটনায় হাজার হাজার মহিষের মালিকরা আতঙ্কগ্রস্ত রয়েছেন। নিখোঁজ মহিষের মালিক উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. ছাত্তার মাস্টার জানান, শনিবার দিবাগত রাত থেকে মহিষ দুটি নিখোঁজের খবর পাই বাথানিয়াদের (রাখাল) কাছ থেকে। বিভিন্ন চরে খোঁজাখুঁজির পর কাঠ কুড়ানীদের কাছ থেকে খবর পেয়ে চর পাতালিয়ার কেওড়া বন থেকে মাথা দুটি উদ্ধার করি।