সংকট থেকে স্বয়ংসম্পূর্ণ করেছেন শেখ হাসিনা নুরুন্নবী চৌধুরী

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, খাদ্য সংকটে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কৃষি খাতে ব্যাপক ভর্তুকি প্রদান, বিনামূল্যে কৃষকদের সার ও বীজ বিতরণসহ নানামুখী কার্যক্রম গ্রহণের মাধ্যমে একসময়ের খাদ্য সংকটে থাকা দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছেন। বর্তমানে বিদেশ থেকে খাদ্য আমদানি নয়, বরং দেশেই খাদ্য চাহিদা মিটিয়ে উদ্বৃত্তও থাকছে। ঊুধবার বেলা ১১টায় লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এদিন রবি ২০২০/২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৪৪.৭ মে. টন সার ও ১০.৫৭ মে. টন ধান, গম ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, টমেটো ও মরিচ বীজ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এফ এম শাহাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।