শহীদ মান্নান বীর বিক্রমের কবরে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানের বীর সন্তান শহীদ আবদুল মান্নান বীর বিক্রমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার)। এ সময় জেলা পুলিশ সুপার এসএম রাশিদুল হক পিপিএমসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১ ডিসেম্বর সকালে রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে শহীদের কবর প্রাঙ্গণে আসেন তারা। পুলিশ কর্মকর্তারা শহীদ বীর মুক্তিযোদ্ধার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ফাতেহা পাঠ ও মুনাজাত করেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পথের মদুনাঘাট বিদু্যৎ সাব-স্টেশন ও হানাদার বাহিনীর ব্যাঙ্কার ধ্বংস করতে গিয়ে শত্রম্ন পক্ষের গুলিতে শাহাদত বরণ করেন শহীদ আবদুল মান্নান বীর বিক্রম। জিয়ারত শেষে ডিআইজি মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ মান্নানকে তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অচিরেই নিয়ে যাওয়া হবে। কবর স্থানান্তর করা হলেও এখানে একটি শহীদ স্মৃতি স্থাপন করা হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেছে