মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

স্বদেশ ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রাখতে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু উগ্র মৌলবাদীগোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন বলে তারা অভিযোগ করেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

পটুয়াখালী :জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পৌরসভা মোড় থেকে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ :ঝিনাইদহে মানববন্ধন করেছে দুটি সংগঠন। মঙ্গলবার সকালে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে 'ঝিনেদা থিয়েটার' ও 'ভোর হলো'। কর্মসূচিতে জেলার সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, ভোর হলো ঝিনাইদহের সভাপতি একরামুল হক লিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার হাফিজ ফারুক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক এসএম রবি, অটোমোবাইল ওয়ার্কশপ সমিতির সভাপতি তৌহিদ হাসান, যুবলীগ নেতা জিকু শেখ প্রমুখ।

বাগেরহাট : বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। বুধবার সকালে বিক্ষোভ মিছিল শেষে তারা বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী তালুকদার রীনা সুলতানা, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফা খানম প্রমুখ।

জয়পুরহাট : কেন্দ্রীয় মসজিদ চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আবদুর রহমান রনি, নন্দলাল পার্শী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, নিনাদ আবৃত্তি পরিষদের আমিনুর রহমান সুইট, নিলুফার জহুর লিলি, মন্‌জুরুল ইসলাম, লালন হোসেন প্রমুখ।

জলঢাকা (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতির জোটের সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, শতফুল ফুটতে দাও সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আওয়ামী মহিলা লীগ সভানেত্রী আফরোজা আক্তার রোজী, জলঢাকা সাহিত্য ও সাংস্কৃতির সংসদের সাধারণ সম্পাদক নুরনবী রহমান প্রমুখ।

শেরপুর (বগুড়া) :বুধবার বগুড়ার শেরপুরে উপজেলা যুবলীগের জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টোর সঞ্চালনায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম, যুবলীগ নেতা আরিফুজ্জামান সরকার আরিফ, আবুবকর সিদ্দিক, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শুভ, সোহেল রানা, সৌরভ আহম্মেদ সুমন, জিহাদুল ইসলাম প্রমুখ।

টঙ্গী (গাজীপুর) : মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক বিলস্নাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া, ব্যবসায়ী রাশেদ উদ্দিন আহমেদ মামুন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক সম্পাদক কবির শাহ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সহসভাপতি মোবারক হোসেন মাস্টার, ইমরান তালুকদার বশির, শিবলু আহমেদ, শুক্কুর আলী, মাহমুদুর রহমান সুমন, রফিকুল ইসলাম হাওলাদার, স্বপন সিকদার, সোহেল মাদবর, আনোয়ার হোসেন প্রমুখ।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) :শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা যুবলীগ। মঙ্গলবার সকালে প্রধান সড়কে মিছিল করে উপজেলার মাঠে গিয়ে সমাবেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি জামান রাঢ়ী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির হাওলাদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে