শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

বিজ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন নওগঁাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে কোভিড-১৯ মহামারিতে সব সরকারি তথ্য প্রান্তিক পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। যার ফলে বাংলাদেশে মৃতু্যর হার কম।

বুধবার নওগাঁর নিয়ামতপুর উপজেলা শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মমতাজ মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার রাসেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম প্রমুখ। সভা শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া ২০টি স্টল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে