চিনিকল বন্ধ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দেশের ছয়টি চিনিকল বন্ধ ঘোষণার প্রতিবাদে বুধবার সেতাবগঞ্জে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে আখচাষি, শ্রমিক এবং কর্মচারীরা। কর্মসূচি চলাকালে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। আয়োজকরা জানান, ৩ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকায় চিনিশিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আখচাষি ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। সেই সভায় যদি দাবি মানা না হয়, তবে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। কর্মসূচিতে বক্তব্য রাখেন, আখচাষি সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সরকার, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আখচাষি আব্দুলস্নাহ আল মামুন, আখচাষি মো. মামুনুর রশিদ নবাব প্রমুখ। জানা গেছে, কুষ্টিয়া, পাবনা, মহিমাগঞ্জ, শ্যামপুর, পঞ্চগড় ও সেতাবগঞ্জের ছয়টি চিনিকল বন্ধ ঘোষণা করে চিনিশিল্প কর্পোরেশন।