সুন্দরগঞ্জে শহীদ মিনার উদ্বোধন

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জের ৭১টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এছাড়া উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে হ্যান্ডওয়াশ কর্নার স্থাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান এসব স্থাপনার উদ্বোধন করেন। ২০১৯-২০ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার, নির্মাণ, মেরামত ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ব্যয় করা হয়। এর আগে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেকাটারী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম হারুন-উর-রশিদ, মেয়র আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, সাংবাদিক শাহ মো. রেদওয়ানুর রহমান, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম। , গোলাম রব্বানী, খায়রুল ইসলাম খাজা, জিয়াউর রহমান, শিউলি রানী সরকার প্রমুখ।