বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমন ধানের বাম্পার ফলন চলছে ধান-চাল সংগ্রহ

স্বদেশ ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০২০, ০০:০০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আমন ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছেন কৃষক -যাযাদি

চলতি মৌসুমে দেশে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কয়েক দফা বন্যায় সুনামগঞ্জসহ কিছু অঞ্চলে চাষে জটিলতা তৈরি হলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করছে, লক্ষ্যমাত্রার তুলনায় আমন ধানের উৎপাদন বেশি হয়েছে। এদিকে ধান কাটা শেষে চলছে সংগ্রহের কাজ। সরকারিভাবে ৩৭ টাকা কেজি দরে চাল আর ২৬ টাকা দরে ধান সংগ্রহ হচ্ছে। অন্যদিকে ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। বিশ্লেষকরা বলছেন, অনুকূল আবহাওয়া, নিয়মিত পরিচর্যা ও কীটনাশকের সঠিক ব্যবহারের ফলে বাম্পার ফলন হয়েছে। তাই লাভের আশায় দিন-রাত শ্রম দিচ্ছে চাষিরা। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।

বোচাগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুর জেলার সেতাবগঞ্জে বুধবার আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল। খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২০২১ মৌসুমে ৩৭ টাকা কেজি দরে মোট ১২ হাজার ৬৫ মেট্রিক টন চাল ও ২৬ টাকা কেজি দরে মোট ৮২৫ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে সরকার।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মো. মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী (অঃ দাঃ), সেতাবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দু নাথ, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু, মিল মালিক মো. ফরহাদ মতিন চৌধুরী, মো. আলতাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ : চলতি বছর চারদফা বন্যার পরও আমনের আশানুরূপ ফলন হয়েছে। এলাকায় পাকা ধান কাটছেন কৃষক। তবে বন্যার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকরা চাষ করতে পারেননি। ফলে আর্থিক ক্ষতির মুখে আছেন কৃষকরা। অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে, আমনের জাতীয় গড় ফলনের চেয়ে সুনামগঞ্জে ফলন হয়েছে হেক্টর প্রতি ৩.১১ মেট্রিক টন। জাতীয় গড় ফলন নির্ধারিত হয়েছে হেক্টর প্রতি ২.৭৯ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জনায়, সুনামগঞ্জে ৮১ হাজার ৩৮৭ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ৮১ হাজার ১৯৫ হেক্টর জমি। বুধবার পর্যন্ত ৩৫ ভাগ জমির ধান কাটা হয়েছে। তবে বন্যার কারণে একাধিকবার বীজতলা তৈরি ও ধান লাগানোর কারণে কৃষকের খরচ বেড়েছে।

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে। ধান কাটা চলছে পুরোদমে। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় ধান শুকাতে বেগ পেতে হচ্ছে না কৃষকদের। পাশাপাশি বাজারে দাম বেশি থাকায় কৃষকদের মুখে দেখা গেছে তৃপ্তির হাসি। কৃষকের পাশাপাশি কৃষানিরাও ব্যস্ত সময় পার করছেন। পাকা ধান সিদ্ধ দিয়ে একটানা ৪-৫ দিন রোদে শুকিয়ে গোলা ভরে রাখছেন তারা। আবার খড় শুকিয়ে মোড়া করে রাখছেন গরুর খাবারের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে