পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
পাথরঘাটা পৌর শহরের সড়কে বেওয়ারিশ কুকুর Ñযাযাদি
বরগুনার পাথরঘাটা উপজেলার পৌর এলাকায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। অস্বাভাবিক হারে কুকুরের বংশ বিস্তার ও উৎপাত বৃদ্ধি পেলেও বন্ধ রয়েছে কুকুর নিধন অভিযান। পৌর শহরের মোক্তার পট্টি, কলেজ রোড, থানা রোড, হাসপাতাল রোড, পাইকপাড়া, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে রাতের বেলা দলবেঁধে কুকুর হাটাহাটি করে। কোন পথচারীকে একা পেলে তার ওপর ধাওয়া করার চেষ্টা করে। পৌর এলাকার ইমান আলী রোডের বাসিন্দা সাংবাদিক খলিলুর রহমান শাহিন বলেন, পৌর কতৃর্পক্ষ সময়মতো কুকুর নিধন না করায় বতর্মানে শহরে কুকুরে উপদ্রব বেড়েছে। তিনি বলেন, কুকুরের উপদ্রবে রাতের বেলা শহরে চলাফেরা করতে সমস্যা হয়। রাতের বেলা কুকুরের দল কাউকে একা পেলে তার উপর আক্রমণ করার চেষ্টা করে। অনেক সময় কুকুর রিকসা যাত্রীকেও লাফিয়ে কামড় দেয়ার চেষ্টা করে। এ ব্যাপারে পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন বলেন, পাথরঘাটা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা অনেক বেড়ে গেছে। বেওয়ারিশ কুকুর নিধনের উপর নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে একটি রিট করা আছে। সে রিটের কারনে গত কয়েক বছর ধরে আইনি জটিলতা থাকায় বেওয়ারিশ কুকুর নিধন করা যাচ্ছে না।