শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ ডিসেম্বর ২০২০, ০০:০০

দিবস পালন

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও গোলাম মোহম্মদ বাতেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার আবু বক্কর প্রমুখ।

হ্যাচারিতে আগুন

ম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে তছিরন পোলট্রি অ্যান্ড হ্যাচারিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাড়ে আট হাজার মুরগির বাচ্চা, ওষুধ, খাদ্যসহ অন্যান্য সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হ্যাচারির ম্যানেজার শহিদুল বলেন, সোমবার রাত ৯টার দিকে বৈদু্যতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে হ্যাচারির সবকিছু পুড়ে যায়। তছিরন পোলট্রি অ্যান্ড হ্যাচারির মালিক আবু হাসনাত মন্ডল হেলাল দাবি করেন, আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দক্ষতামূলক প্রশিক্ষণ

ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার লাকসামে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ লাকসাম এপির সহায়তায় উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন, বাকই, মুদাফরগঞ্জ ও পৌরসভার ৩২টি গ্রামের শিশু ফোরাম সংগঠনের মোট ৬৪ জনকে জীবন দক্ষতামূলক শিক্ষা কার্যক্রমের উপর চার দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত রোববার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ আজ বুধবার শেষ হবে। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের লাকসাম এপির ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিওর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দিচ্ছেন লাকসাম এপির প্রোগাম অফিসার লাকী গোমেজ, সুব্রত মলিস্নক, মানিক লাল সরকার, মহসিন খান।

স্যানিটাইজার বিতরণ

ম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার উদ্যোগে জনসচেতনতা তৈরি করতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌরসভা চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোশাররফ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা। এ কার্যক্রমে প্রায় ৭ হাজার পিস মাস্ক ও ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার সাধারণ মানুষের মধ্যে এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বিতরণের জন্য কাউন্সিলরদের হাতে তুলে দেয়া হয়।

কম্বল বিতরণ

ম আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে দরিদ্র শিশুদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার এক হাজার ৩২ জন শিশুর মধ্যে কম্বল বিতরণের এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যন গোলাম ছরোয়ার ফোরকান। ওয়ার্ল্ড ভিশনের আমতলী এরিয়া ম্যানেজার উত্তম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এন.এস.এর নির্র্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বাসস প্রতিনিধি খায়রুল বাসার বুলবুল, সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম খান প্রমুখ।

উপবৃত্তির চেক

ম ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ২১৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তির চেক, ক্রীড়া এবং সহায়কসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ভান্ডারিয়ার ইউএনও নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সরকারি জি.পি অ্যাডভোকেট শহিদুল হক খান পান্না, জেলা সমাজসেবা রেজিস্ট্রার অফিসার মোস্তফা ইফতিয়ার উদ্দীন প্রমুখ।

স্মারকলিপি প্রদান

ম রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আটকে থাকা পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাবি শাখা ছাত্রদল। মঙ্গলবার উপাচার্যের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়ারও দাবি জানান শাখা ছাত্রদলের নেতারা। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সরদার জহুরুল, সহ-আইন সম্পাদক আহসান হাবিব, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন চৌধুরী সানিন প্রমুখ।

সচেতনতামূলক সভা

ম আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে কোভিট-১৯ বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বেসরকারি সংস্থা ফ্রেন্ডসিফের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। বক্তব্য রাখেন সিনিয়র প্যারামেডিক নিপা বেগম, প্যারামেডিক খাদিজা খাতুন, স্যাটেলাইট ক্লিনিক সুপারভাইজার তহমিনা খাতুন, মসজিদের ইমাম আবুল হোসেন প্রমুখ।

কমিটি গঠন

ম কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমিতির চাকামইয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে স্থানীয় চাকামইয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ নেতা আতাজুল ইসলাম। বক্তব্য দেন সিপিবি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন কৃষক সমিতির আহবায়ক জিএম মাহবুবুর রহমান, কৃষকদের পক্ষে বক্তব্য দেন জাকির হোসেন ও জহিরুল ইসলাম। পরে আতাজুল ইসলামকে আহবায়ক ও জাফর হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

মোমবাতি প্রজ্বলন

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়। মোমবাতি প্রজ্বলন করেন সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, অধ্যক্ষ মো. আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক প্রমুখ। এ ছাড়া সাংস্কৃতিকব্যক্তিত্ব অধ্যাপক জামিল ফোরকান, শিবলী চৌধুরী ও স্বর্ণকিশোরী দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় নাসিরনগর ঐকতান আবৃত্তিচর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা আবৃত্তি করেন ঐকতান আবৃত্তিচর্চা কেন্দ্রের শিক্ষার্থীরা।

মাস্ক বিতরণ

ম বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বনপাড়া পৌরসভার উদ্যোগে জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচার অভিযান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় বাজারে পৌর সচিব আব্দুল হাইয়ের সভাপতিত্বে এই কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র কেএম জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, মোহিত কুমার, মোস্তাফিজুর রহমান, দুলাল হোসেন প্রমুখ। এ সময় দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।

আলোচনা সভা

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে একরামুল হক শাহ্‌ স্মরণে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের একরামুল হক শাহ্‌ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু। উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজুর সভাপেিত্ব সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মফিজ উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান, সহকারী প্রোগ্রামার (আইসিটি) রাসেল রানা।

কর্মকর্তার যোগদান

ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাছিমুল ফেরদৌস নাছিম মঙ্গলবার যোগদান করেছেন। নাছিমুল ফেরদৌস নাছিম সেনাবাহিনীতে ১৮ সপ্তাহের নন-কমিশন কোর্স শেষে মঙ্গলবার যোগদান করেন। যোগদানের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আনসার ও ভিডিপির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির অন্তর্ভুক্ত পৌর ও উপজেলা পর্যায়ের দলনেতা মো. ফাইজুল কবির কনক, মহিদুল ইসলাম, আব্দুল খালেক প্রমুখ।

ঢেউটিন বিতরণ

ম ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমিতির সদস্যদের মধ্যে কেঁচো কম্পোস্ট ও ফসলের প্রদর্শনী পস্নটের জন্য ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। উপজেলা পলস্নী উন্নয়ন বোর্ড অপ্রধান শস্য উৎপাদন কর্মসূচির আওতায় সদস্যদের মধ্যে এই উপকরণ বিতরণ করে। সোমবার সমিতির ছয়জন সদস্যের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডা. নাজিব হাসান, থানার ওসি আবদুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ, পলস্নীবিদু্যতের ডিজিএম দেবাশিষ ভট্টাচার্য, পলস্নী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামান, প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী পলস্নী উন্নয়ন কর্মকর্তা শহীদুলস্নাহ লিমন প্রমুখ।

মতবিনিময় সভা

ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁপাপুর বাজার হলরুমে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ হোসেন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সাঈদের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ, সুপার ফাইভ সদস্য শেখ রফি আহমেদ আচ্চু, আবু হাসান। আরও উপস্থিত ছিলেন আদমদীঘি সদর বিএনপির আহ্বায়ক আব্দুস ছাত্তার সরকার, যুগ্ম আহ্বায়ক মকলেছার রহমান, সান্তাহার ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

সমন্বয় সভা

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে করোনাকালীন সময় বাল্যবিয়ে, নারী সহিংসতা নিয়ে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনে অর্থায়নে এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট-সিআরডি কর্তৃক বাস্তবায়িত অ্যাকশন টু প্রটেক্ট রাইটস অফ ওমেন এন্ড গার্লস প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। সদর ইউএনও আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, সমবায় কর্মকর্তা মামুন কবির, সমাজসেবা কর্মকর্তা লায়লা আনজুমান, সিআরডি'র প্রধান নির্বাহী আবু সাঈদ প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দলীয় কার্যালয় প্রাঙ্গণে ৯টি ওয়ার্ডের ১৫০ জনের মধ্যে কম্বল বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মেম্বার, ফজলুর রহমান, নুরশেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

চেয়ার বিতরণ

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাব চত্বরে সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি হিসেবে ১৫ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নাজমা আশরাফীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, এসিল্যান্ড তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ ও রুবিনা আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে