গোয়ালন্দে সরকারি ওষুধ বিক্রি হচ্ছে দোকানে!

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

গায়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
ে রাজবাড়ীর গোয়ালন্দে বিনামূল্যে সরবরাহকৃত সরকারি ওষুধ দোকানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিবির্ভাগে চিকিৎসা নিতে আসা নাছিমা নামের এক রোগীর মাধ্যমে এ তথ্য জানা যায়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) ডা. মো. বাচ্চু মোল্লা জানান, রোববার হাসপাতালের বহিবির্ভাগে রোগী দেখার সময় উপজেলার মিনাজউদ্দিন পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাছিমা বেগম চিকিৎসা নিতে যান। এ সময় তিনি যে ওষুধ ইতিমধ্যে খেয়েছেন তার নমুনা হিসেবে কিছু ওষুধ তাকে দেখান। এগুলো সরকার থেকে বিনা মূল্যে দেয়ার ওষুধ দেখে তিনি কোথায় পেয়েছেন, তা নাছিমার কাছে জানতে চান। নাছিমা জানান, দুদিন আগে হামিদ মৃধার হাটের এক দোকান থেকে ওষুধগুলো কিনেছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কমর্কতার্ ডা. আসিফ মাহমুদ জানান, এ বিষয়টি এখনো তাকে কেউ অবগত করেননি। তাদের হাসপাতাল থেকে ওষুধ বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। হাসপাতালের বহিবির্ভাগে আগত রোগীদের বিনামূল্যে পযার্প্ত ওষুধ প্রদান করা হয়ে থাকে। ওই সব রোগী ওষুধ সেবন না করে তা বাইরে বিক্রি করে থাকতে পারে। এ ছাড়া উপজেলার সব কমিউনিটি ক্লিনিকে পযার্প্ত ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। সেখানে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।