যবিপ্রবিকে গবেষণা বিশ্ববিদ্যালয় ঘোষণা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়কে (যবিপ্রবি) ‘গবেষণা বিশ^বিদ্যালয়’ হিসেবে ঘোষণা করলেন বিশ^বিদ্যালয়টির উপাচাযর্ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘এতদিন যবিপ্রবি ছিল শুধু একটি একাডেমিক বিশ^বিদ্যালয়। আজ থেকে যবিপ্রবিকে গবেষণা বিশ^বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গ্যালারিতে রোববার পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আয়োজিত একটি আন্তজাির্তক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ ঘোষণা দেন। বায়োলজিকাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসাচর্ সম্পকির্ত প্রথম আন্তজাির্তক সম্মেলন : সাম্প্রতিক উন্নয়ন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা (আইসিবিইআর-২০১৮) শীষর্ক দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞানভিত্তিক গবেষণা এগিয়ে নিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আশা করি, সকল শিক্ষক এবং শিক্ষাথীর্ তাদের লক্ষ্য বাস্তবায়নে বলিষ্ঠ ভ‚মিকা রাখবেন। সম্মেলনে আরও বক্তব্য দেন ইউনিভাসিির্ট অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের ফামেির্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ রহমতউল্লাহ, নেপালের ত্রিভুবন বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক রেজিনা মাস্কি বায়ানজু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ, অধ্যাপক জুনঝাই (চীন) প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন।