অনুপ্রবেশকারীসহ আটক ৭৯

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করেছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার্র গাডর্ বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে আখাউড়ার ঘাগুটিয়া সীমান্ত ফঁাড়ির বিজিবি জোয়ানদের হাতে আটক হওয়ার পর সোমবার কসবা থানা পুলিশ তাদের ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠায়। বরিশাল : বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৮-এর সদস্যরা। আটককৃত ফয়সাল সরদার (১৯) গৌরনদী উপজেলার বাথীর্ এলাকার জলিল সরদারের ছেলে। রোববার দিবাগত রাতে বাথীর্ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। অন্যদিকে বরিশাল নগরের কলেজ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ধারাল অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে র‌্যাবের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ৬০ বোতল ফেনসিডিলসহ পারভীন বেগম (৪৫) নামের এক মহিলা চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের আট নেতাকমীর্ ও দুই মাদক মামলার আসামিসহ ৬১ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানায় ছয়জন, শ্যামনগর থানার ১১ জন, আশাশুনি থানার সাতজন, দেবহাটা থানার তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে আটক করা হয়েছে। গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে উত্তর বাজার এলাকা থেকে রোববার রাত ১০টার দিকে ইয়াবাসহ এক চোর দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাটিরাঙ্গা (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি জোনের আওতাধীন বীজি তলা আমির্ ক্যাম্পে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।