হাইব্রিড আউশ ধান উৎপাদনে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা!

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বদলগাছী (নওগঁা) সংবাদদাতা
নওগঁার বদলগাছীতে উন্নত মানের আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন, উপজেলার বিলাশবাড়ী ইউপির বলরামপুর মিরপাড়ার কৃষক তোজাম্মেল হোসেন। তিনি চলতি আউশ মৌসুমে ‘ধানি গোল্ড’ নামে উন্নত হাইব্রিড জাতের ধান চাষ করে এলাকাবাসীকে অবাক করে দিয়েছেন। সরেজমিন দেখা গেছে, রোপা আমন ধানের সবুজের সমারোহে চতুদিের্ক ছেয়ে গেছে মাঠ। মাঠের মধ্যে বলরামপুর হতে শ্রীরামপুর সংযোগ সড়ক। সড়কের পশ্চিম দিক থেকে মাঠের মধ্য দিয়ে বয়ে গেছে পানি নিষ্কাশনের সোনা পাকিলা খাল। এই খালের পাশেই ১ বিঘা জমিতে ধানি গোল্ড নামে হাইব্রিড জাতের ধান চাষ করেছেন তোজাম্মেল। তিনি জানান, স্থানীয় এক বাজার থেকে তিনি হাইব্রিড ধানি গোল্ড বীজ সংগ্রহ করে চারা তৈরি করে ১ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। তিনি আশাবাদী বিঘাপ্রতি ৩০ মণ ফলন হবে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ১১৪৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। তবে ধানি গোল্ড ধান অনেক কৃষক চাষ করেছে ধানের ফলন ও খুব ভালো হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কমর্কতার্ সালমা আকতার ও উপজেলা কৃষি কমর্কতার্ হাসান আলী বলেন, আউশ ধান চাষ খুবই লাভজনক। খরচ কম কিন্তু ফলন হচ্ছে ভালো। বাজারে ভালো দাম পাচ্ছে কৃষক।