নিখেঁাজের পর পুকুর থেকে লাশ উদ্ধার

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নিখেঁাজের তিন দিন পর সুধীর চন্দ্র দাসের নামে এক বাস শ্রমিকের লাশ মিলেছে পুকুরে। সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। সুধীর ধুলদী গ্রামের মৃত রমেশ চন্দ্র দাসের ছেলে। তিনি আগে বাসের সহযোগী হিসেবে কাজ করতেন। একটি দুঘর্টনায় তার বাম পা ক্ষতিগ্রস্ত ছিল। এরপর থেকে হঁাটাচলায় তার সমস্যা হতো। পরে তিনি ফরিদপুর বাসস্ট্যান্ডে বাসের কলার হিসেবে কাজ করতেন। তিনি দুই ছেলের বাবা। তার বড় ছেলে সজল দাস ৩৭তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়েছেন। ছোট ছেলে সুজন দাস সোহরাওয়াদীর্ মেডিকেল কলেজের চতুথর্ বষের্র শিক্ষাথীর্। সোমবার সকালে এলাকাবাসী ওই বৃদ্ধের বাড়ির কাছে একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত ছেলে সজল দাস জানায়, তার বাবা গত শুক্রবার রাত থেকে নিখেঁাজ ছিলেন। এ ব্যাপারে রোববার ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) এএফএম নসিম বলেন, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ রাতে বাড়ি ফেরার পথে কোনো কাজে পুকুরে গেলে পানিতে পড়ে গিয়ে এ দুঘর্টনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।