কালাইয়ে সাত হাজার তাল বীজ রোপণ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে উদ্বুদ্ধকরণ কমর্সূচির আওতায় পরিবেশ বান্ধব তালের আটি (বীজ) রোপণ কাযর্ক্রম শুরু করা হয়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবির্ক তত্ত¡াবধানে সোমবার বিকাল পযর্ন্ত অন্তত সাত হাজার তাল বীজ রোপণ করা হয়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবির্ক তত্ত¡¡াবধানে উদ্বুদ্ধকরণ কমর্সূচির আওতায় উপজেলার কালীমোহর, মূলগ্রাম, বেগুনগ্রাম ও পুনট বøকের আই.পি.এম কৃষক ক্লাবের সদস্যরা উপজেলার কালীমোহর-বাইগুনী, পঁাচশিরা-মূলগ্রাম-কাথাইল এবং জয়পুরহাট-বগুড়া সড়কের উভয়পাশে পাশে এ তাল বীজগুলো রোপণ করা হয়। কমর্সূচিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কমর্কতার্ কৃষিবিদ আসাদুজ্জামানসহ উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কমর্কতার্ রফিকুর ইসলাম, উপ-সহকারী কৃষি কমর্কতার্ হায়দার আলী প্রমুখ।