নদী-বিলের মুখে বঁাশের বেড়া দিয়ে মাছ নিধন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার চিকনাই, বড়াল ও গুমানী নদীসহ খলিশাগাড়ী বিল, ডিকশি বিল, কাটা জোলাসহ বিভিন্ন বিলের মুখে আড়াআড়িভাবে বঁাশের বেড়া দিয়ে ও সেঁাতিজালের ফঁাদ পেতে মাছ নিধনের প্রস্তুতি চলছে। প্রতি বছরই প্রভাবশালীরা এসকল সুতিবঁাধ স্থাপন করে মাছ নিধনের উৎসব শুরু করে। ইতোমধ্যে ধরমগাছা ব্রিজের নিচে সেঁাতিবঁাধ স্থাপন করে মাছ নিধন শুরু হয়েছে। ফলে দেশীয় প্রজাতির পোনা মাছসহ বিভিন্ন জাতের মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যজীবীরা। হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন জানান, প্রভাবশালীরা ইতোমধ্যেই সেঁাতিবঁাধ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। বঁাশ পেঁাতা হচ্ছে। উপজেলা নিবার্হী কমর্কতার্ বঁাধ স্থাপন না করার জন্য নিদের্শনা জারি করেছেন। করা হয়েছে মাইকিং। প্রতি বছরই বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়াতে ২টি, ছাইকোলাতে ২টি, হান্ডিয়াল পাকপাড়া এলাকায় ২টি, ধরমগাছা ব্রিজের পাশে, কাটা জোলা, চিকনাই নদীর বিভিন্ন স্থানে, ডিকশি বিলের মুখের সেঁাতিজাল স্থাপন করে থাকে প্রভাবশালী ব্যক্তিরা। বিশেষ ধরনের জাল দিয়ে পাতা ফঁাদে ধরা পড়ে দেশীয় বিভিন্ন জাতের মাছ ও পোনা। এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের ছত্রচ্ছায়ায় অথবা তাদের মালিকানাতেই এ সকল অবৈধ সেঁাতিজাল স্থাপন করে মাছ নিধন করে থাকেন। উপজেলা মৎস্য কমর্কতার্ মাহŸুবুর রহমান জানান, সেঁাতিবঁাধ স্থাপনের বিরুদ্ধে প্রশাসন সজাগ। সেঁাতিবঁাধ স্থাপন না করার জন্য নিদের্শনা জারি করা হয়েছে।