৪৮ ঘণ্টা পর নিখেঁাজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
নিখেঁাজ হওয়ার ৪৮ ঘণ্টা পর হাটহাজারী গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তাছনিম সুলতানা তুহিনের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী পৌর এলাকার সালাম ম্যানসনের চতুথর্ তলার একটি ফ্ল্যাটের ড্রয়িং রুমের সোফা সেটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তুহিনকে ধষের্ণর পর খুনের দায় স্বীকার করা ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া শাহনেওয়াজ সিরাজ মুন্নাকে (২৬) আটক করা হয়েছে। তুহিন গড়দুয়ারা ইউনিয়নের নিয়ামত আলী সারাং বাড়ির মো. আবু তৈয়বের কন্যা। তবে পরিবারসহ তারা ফটিকা শাহজালাল পাড়ার নিজেদের মালিকানাধীন সালাম ম্যানশনের দ্বিতীয় তলায় বসবাস করে আসছেন। খুনী মুন্না হাটহাজারী পৌর এলাকার ডাক্তার শাহজাহান সিরাজের ছেলে। সে সালাম ম্যানশনের চতুথর্ তলায় তার পিতামাতার সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। এ ঘটনায় সোমবার নিহতের বড় ভাই আকিব জাবেদ বাদী হয়ে খুনি মুন্নাকে প্রধান আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ খুনের ঘটনায় হাটহাজারী সদর উত্তাল হয়ে ওঠে। সোমবার খুনিদের ফঁাসির দাবিতে প্রায় পঁাচ হাজার শিক্ষাথীর্ চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বিকালে জানাজা নামাজ শেষে তুহিনের লাশ উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।