এক শিক্ষক দিয়ে পাঠদান

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের চিলমারীতে এক স্কুলে একজন শিক্ষক দিয়েই চলছে পাঠদান কাযর্ক্রম। বিদ্যালয়টির শিশু থেকে ৫ম শ্রেণি পযর্ন্ত ৬টি ক্লাস একজন শিক্ষককেই সামলাতে হচ্ছে। তার ওপর আবার প্রশাসনিক কাযর্ক্রম। এ কারণে বিদ্যালয়ের সাবির্ক কাযর্ক্রম বিঘিœত হচ্ছে। স্কুলের আড়াই শতাধিক শিক্ষাথীর্র লেখাপড়া এখন অনিশ্চয়তার মূখে পড়েছে। জানা গেছে, ব্রহ্মপুত্র নদ দ্বারা বিভাজিত দুগর্ম অষ্টমীরচর ইউনিয়নে ১৯৬৩ সালে স্থাপিত হয় ছালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে বতর্মান শিক্ষাথীর্র সংখ্যা ২৫৫জন। স্কুলটির প্রধান শিক্ষক নাছিমা খানম। বতর্মানে তিনি একাই স্কুলের ৬টি ক্লাসে পাঠদান করছেন। স্কুলটির প্রধান শিক্ষক নাছিমা খানম বলেন, এই স্কুলে শিক্ষাথীর্ রয়েছে ২৫৫ জন। একজন শিক্ষক ডিপিএড প্রশিক্ষণ করছেন, ৭(খ) ধারায় নিয়োগ প্রাপ্ত অপর শিক্ষক শামছুন্নাহার বেগম গত ১৫ তারিখে বদলী হয়ে যাওয়ায় বিদ্যালয়ের পাঠদান বিঘিœত হচ্ছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরফান আলী ভ‚ইঁয়া বলেন, ছালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কখনো স্থানীয় শিক্ষক দেয় না। দুরের শিক্ষকদের দেয়া হয়। তারা ২-৪ মাস পরে বদলী হয়ে যায়। তিনি আরও বলেন, শিক্ষক না থাকায় বিদ্যালয়ের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, ৭(খ) ধারায় নিয়োগপ্রাপ্ত শিক্ষককে বদলী বিধি সম্মত তাই শামছুন্নাহার কে বদলি করা হয়েছে। নতুন শিক্ষক নিয়োগ হয়েছে শিক্ষক। অল্প সময়ের মধ্যেই শিক্ষক পদায়ন হবে।