নবাবগঞ্জের আশুড়ার বিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দেশি প্রজাতির মাছ সংরক্ষণ আর প্রাকৃতিক সৌন্দযের্ ভরপুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আশুড়ার বিলে দীঘির্দনের অবৈধভাবে দখল আর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পযর্ন্ত নবাবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিলটির সৌন্দযের্র ও দেশি প্রজাতির মাছ সংরক্ষণে অভয়াশ্রমের এ অভিযান পরিচালনা করেন। নবাবগঞ্জ উপজেলা মৎস্য কমর্কতার্ শামিম জানান, স্থানীয় মৎস্যজীবীরা ওই বিলটিতে মাছ শিকার করে আসছিল। উত্তর জনপদের দেশি প্রজাতির মাছ সংরক্ষণে ও মা মাছের বংশ বিস্তারের জন্য সরকারিভাবে তিনটি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। আশুড়ার বিলটিকে দখলদারদের কবল থেকে মুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নিবার্হী অফিসার মো. মশিউর রহমান জানান। দিনাজপুরের নবাবগঞ্জে আশুড়ার বিলে মৎস্য চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারি উদ্যোগে আধুনিক পদ্ধতিতে মৎস্য উৎপাদনে বিস্তর কমর্সূচি গ্রহণ করা হলে এই বিলের মাছ উত্তরাঞ্চলের চাহিদা মিটাতে পারবে। আশুড়ার বিলে দেশি প্রজাতির মাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য বোয়াল, শিং, কৈ, মাগুর, শোল, টাকি, সরপুঁটি, পাবদা, চিংড়ি, মায়া, চান্দামাছ সহ দেশীয় অনেক প্রজাতির মাছ রয়েছে।