মাদারীপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে সোমবার রাতে বেল্লাল হাওলাদারের মেয়ে ৮ম শ্রেণিতে পড়–য়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন বাল্য বিবাহের সংবাদ জানতে পেরে নিবার্হী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্নির নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিবারকে বুঝিয়ে লিখিত নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়। নিবার্হী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরিন তন্নী বলেন, বাল্যবিবাহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ এবং প্রাপ্ত বয়স না হওয়া পযর্ন্ত মেয়ে বিবাহ দেবে না মমের্ অঙ্গীকার নেয়া হয়।