রংপুরে চাঞ্চল্যকর দুই মামলার অভিযোগপত্র

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরে চাঞ্চল্যকর অ্যাডভেকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা ও সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার অভিযোগপত্র সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়েছে। অ্যাডভোকেট বাবু সোনা হত্যা মামলায় অভিযোগপত্র দেয়া হয় চলতি মাসের ১৩ সেপ্টেম্বর ও সাংবাদিক উৎসের দেয়া হয় এর দুদিন পর। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার তার কাযার্লয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, চাঞ্চল্যকর অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা ও সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলাটি মেট্রোপলিটনে চলে যাবে। এ জন্য মেট্রোপলিটন পূণার্ঙ্গভাবে চালু হওয়ার আগে মামলা দুটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। অ্যাডভোকেট বাবু সোনা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হতে দেরি কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ডিএনএ ও ময়নাতদন্ত প্রতিবেদন পেতে দীঘর্সূত্রতায় অভিযোগপত্র দাখিলে দেরি হয়েছে। অন্যদিকে, সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলায়, ১৫ সেপ্টেম্বর ৮ জনকে আসামী করে একই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৩১ মাচর্ অ্যাডভোকেট বাবু সোনা নগরীর বাবুপাড়া থেকে উধাও হয়। এর ৬ দিন পর কামরুল ইসলামের ভাইয়ের নিমার্ণাধীন বাসা থেকে তার লাশ উদ্ধার করে র‌্যাব। সাংবাদিক উৎস রহমান খুন হন ২০১৫ সালের ২৪ ডিসেম্বর। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় ধান গবেষণা এলাকায়।