পাহাড়ি বালিতে নষ্ট হচ্ছে জমি, দিশেহারা কৃষক

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
পাহাড়ি ঢলের বালিতে নষ্ট হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। দিনে দিনে ফসলি জমি হারিয়ে দিশেহারা তাহিরপুর উপজেলার সীমান্তের ২ ইউনিয়নের অধর্শতাধিক গ্রামের কৃষক পরিবার। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে ৩৫০ হেক্টর জমি বালি পড়ে নষ্ট হয়েছে। স্থানীয়দের দাবি এ সংখ্যা আরও অনেক। তাদের মতে কমপক্ষে ৫০০ হেক্টরের মতো জমি বিভিন্ন সময়ে পাহাড়ি বালির আগ্রাসনে নষ্ট হয়েছে। ভারতের নয়নজুড়ানো মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের অসংখ্য ঝরনা বালি আগ্রাসনের মূল কারণ। বৃষ্টি নামলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এলাকার মানুষ কখন কোনো দিক দিয়ে ঢল নামে আর জনপদ ভাসিয়ে নিয়ে যায়। উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। তন্মধ্যে এ বালির আগ্রাসন উত্তর বড়দল ইউনিয়নে ব্যাপক। তাছাড়া বাদাঘাট ও শ্রীপুর উত্তর ইউনিয়নে পাহাড়ি ঢলের বালির আগ্রাসন রয়েছে, তবে অনেকটা কম। উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমার ইউনিয়নে ৩টি ছোট ছোট হাওরে একসময় কৃষকরা প্রচুর পরিমাণ ফসল ফলাত, কিন্তু বিগত ৭-৮ বছর ধরে এ সব জমিতে আর কোনো কিছুই ফলাতে পারছে না। বতর্মানে ওই হাওরগুলোর জমি বালিতে ঢাকা পড়ে আছে, কোনো কিছুই ফলাতে পারছেনা কৃষক। তাহিরপুর উপজেলা কৃষি কমর্কতার্ আব্দুস সালাম বলেন, উপজেলার ৩টি ইউনিয়নে ৩৫০ হেক্টরের মতো ফসলি জমিতে বালি পড়েছে। বতর্মানে কিছু কিছু জায়গায় ফসল আবাদ করা যাচ্ছে।