মাদারগঞ্জে বাড়ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে যমুনা নদেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মাদারগঞ্জ উপজেলার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে মাদারগঞ্জ উপজেলার ১৯০ হেক্টর জমির রোপা-আমন ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ জানান, এবারের বন্যায় এই উপজেলার ১৯০ হেক্টোর জমির রোপা-আমন ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানি দুই এক দিনের মাঝে বন্যার পানি কমতে শুরু করলে ক্ষতির পরিমান কম হবে।