সিরাজগঞ্জ ও সীতাকুÐে সড়ক দুঘর্টনায় নিহত ২

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের সীতাকুÐে ও সিরাজগঞ্জে সড়ক দুঘর্টনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : সীতাকুÐ (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুÐে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে মো. আমির হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকালে মহাসড়কের বারৈয়ারঢালা এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আমির নগরের টাইগারপাস এলাকার আবদুস সালামের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা এলাকায় দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়লে গুরুতর আহত হন আমির হোসেন। দুঘর্টনার পর তাকে চমেক হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ট্রাক চাপায় মাইশা নামের ৫ বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার মাছুমপুর ব্রিজ এলাকায় এ দুঘর্টনা ঘটে। মাইশা পৌর এলাকার মাছুমপুর মহল্লার বোরহান উদ্দিনের মেয়ে। সিরাজগঞ্জ সদর থানার এসআই আব্দুল কাদের জানান, লামিয়া পরিবহনের একটি ট্রাক কান্দাপাড়া এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিল। এ সময় শিশু মাইশা রাস্তা পার হতে গেলে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও এলাকাবাসী ট্রাকটি আটক করে পুলিশে সোপদর্ করে।