গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় সব কয়টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া তিস্তা, যমুনা, করতোয়া ও ঘাঘট নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় নতুন করে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে আমন ক্ষেত, বীজতলাসহ প্রায় ১২০০ হেক্টর জমির বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। এদিকে, পানি বৃদ্ধির কারণে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কঞ্চিপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ টিআর বঁাধের প্রায় ২০ মিটার ধসে গেছে। এতে আশপাশের কয়েক গ্রামের আমন ফসল, বীজতলা ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। এদিকে, পানি বাড়ার সঙ্গে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। গত এক সপ্তাহে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘটা উপজেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক বসতবাড়ি, আবাদি জমি নদীগভের্ বিলীন হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোডের্র উপ-সহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন জানান, জেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ভেঙে যাওয়া বঁাধ রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, বন্যায় কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা ও নদী ভাঙনের কবল থেকে মানুষের জানমাল রক্ষা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে।