কালাইয়ে সাড়া ফেলেছে ভেষজ বাগান

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে দুই একর জমিতে গড়ে ওঠা ‘লাবণ্য ভেষজ পল্লী’ এলাকায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এ বাগানে অন্তত সাড়ে চারশ প্রজাতির ভেষজ গাছ আছে। মাত্রাই ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক মাত্রাই মডেল কলেজ এলাকায় বিগত ২০০০ সালে ভেষজ এ বাগান প্রতিষ্ঠা করেন। জানা গেছে, এলাকাবাসী প্রতিদিন ‘লাবণ্য ভেষজ পল্লী’ থেকে প্রয়োজনীয় ভেষজ ওষুধ সংগ্রহ করে সেবন করেন এবং উপকৃত হচ্ছেন। এ বাগান থেকে চারা সংগ্রহ করে অনেকেই ছোট ছোট ভেষজ বাগান গড়ে তুলছেন। ভেষজ এ বাগান দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকার জনসাধারণসহ বিষেজ্ঞরাও ছুটে আসেন প্রয়াজনীয় তথ্য-উপাত্ত, গাছের চারা ও ওষুধ সংগ্রহের জন্য। শওকত হাবিব তালুকদার লজিক জানান, তিনি উদ্ভিদ প্রিয় মানুষ। বাগান করা তার শখ। সেই শখ থেকেই এ ভেষজ বাগান তৈরি। তার ভেষজ বাগানে অনেক দুলর্ভ ভেষজ গাছ আছে। প্রতিদিন তার বাগান থেকে এলাকাবাসীসহ বিভিন্ন লোক প্রয়োজনীয় ওষুধ এমনকি গাছের চারা সংগ্রহ করে থাকেন, উপকৃতও হোন। ভেষজ এসব গাছ স্থানীয় জনসাধারণের মধ্যে বিতরণ করার পাশাপাশি উদ্বৃত্ত অংশ বাজারে বিক্রি করা হয় বলেও তিনি জানান। উপজেলা কৃষি কমর্কতার্ কৃষিবিদ রেজাউল করিম জানান, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। ইতোমধ্যে এলাকাবাসী এর সুফল পেতে শুরু করেছে।