নদী হত্যায় তিন আসামির বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

পাবনা প্রতিনিধি
সুবণার্ আক্তার নদী
পাবনার সাংবাদিক সুবণার্ আক্তার নদী হত্যা মামলার প্রধান আসামি নদীর সাবেক শ্বশুর ইড্রাল ইউনানী ওষুধ কোম্পানি ও শিমলা ডায়াগনোস্টিক সেন্টারের মালিক আবুল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুদক। পাবনা সদর থানায় মঙ্গলবার রাতে জ্ঞাত-আয়বহিভ‚র্ত ১১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার টাকার সম্পদ অজের্নর অভিযোগ এবং নিধাির্রত সময়ের মধ্যে সম্পদ ও আয়ের বিবরণী দাখিল না করায় দুনীির্ত দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। দুদকের দায়ের করা মামলার অপর দুই আসামি হলেন নদীর সাবেক শাশুড়ি তাসলিমা হোসেন ও সাবেক স্বামী রাজিব হোসেন। দুদক পাবনা অফিসের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, দুদকের পাবনা অফিস ইড্রাল ইউনানী ওষুধ কোম্পানি ও শিমলা ডায়াগনোস্টিক সেন্টারের মালিক নদী হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনের বিরুদ্ধে নদী হত্যা হওয়ার অনেক আগেই তদন্তে নামে। তদন্তে দুদক আবুল হোসেনের বিরুদ্ধে ১৯৭৭ সাল থেকে বতর্মান পযর্ন্ত নিজ নামে অজির্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলে ৪০ কোটি ৬৬ লাখ ১০০ টাকার সম্পদের হদিস পায়।