ফুলছড়িতে বেড়িবঁাধ ভেঙে গ্রাম প্লাবিত

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
ব্রহ্মপুত্র নদের পানির চাপে গাইবান্ধার ফুলছড়িতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবঁাধ ভেঙে দুটি ইউনিয়নের পঁাচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে ৩৫০ হেক্টর জমির আমনসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। মঙ্গলবার বিকাল ৪টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার ৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার সকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া-কাইয়ারহাট বন্যা নিয়ন্ত্রণ বেড়িবঁাধের প্বূর্ কঞ্চিপাড়া এলাকায় ২০০ ফুট অংশ ভেঙে যায়। এতে কঞ্চিপাড়া ইউনিয়নের পূবর্ কঞ্চিপাড়া, কাইয়ারহাট ও পাশ্বর্বতীর্ উড়িয়া ইউনিয়নের খলাইহারা, মশামারি ও মধ্য উড়িয়া গ্রামের নি¤œাঞ্চল তলিয়ে যায়। এসব গ্রামের দুই শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান বলেন, বেড়িবঁাধ ভেঙে কঞ্চিপাড়া ও উড়িয়া ইউনিয়নের ৩৫০ হেক্টর জমির আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। উড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহাতাব উদ্দিন বলেন, বেড়িবঁাধটি ভেঙে যাওয়ায় দুই শতাধিক শিক্ষাথীর্ ও প্রায় আড়াই হাজার মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সকালে গাইবান্ধা পানি উন্নয়ন বোডের্র নিবার্হী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, নদ-নদীগুলোতে আরও পানি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভাঙন ও ঝুঁকিপূণর্ এলাকা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদক্ষপে গ্রহণ করা হচ্ছে।