নিবার্চনী টকশোতে গিয়ে মৃত্যু

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মাদারীপুর প্রতিনিধি
জাকারিয়া অপু
মাদারীপুর শহরের লেকেরপাড়ে মঙ্গলবার বিকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের নিবার্চন-সংক্রান্ত টকশো চলাকালে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় পাটির্র মাদারীপুর জেলা শাখার সভাপতি জাকারিয়া অপু। পরে তাকে প্রথমে মাদারীপুরের স্থানীয় নিরাময় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে রাতে ঢাকায় নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। জাকারিয়া অপুর পরিবার সূত্রে জানা গেছে, তিনি একটি টেলিভিশনের অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হন। ফরিদপুর মেডিকেল থেকে রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। বুধবার বাদ জোহর পুরানবাজার বড় মসজিদ প্রাঙ্গণে জাকারিয়া অপুর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামারা মোড় গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মাদারীপুর জেলা জাতীয় পাটির্র (জাপা) সহ-সভাপতি জহিরুল ইসলাম মিন্টু জানান, জাকারিয়া অপু দীঘির্দন ধরে তিনি জাতীয় পাটির্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে জাতীয় পাটির্র চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার শোক প্রকাশ করেছেন। অপু ভাইয়ের মৃত্যুতে মাদারীপুর একজন দক্ষ, কমর্ঠ ও বষীর্য়ান নেতাকে হারাল।