মনোনয়নপ্রত্যাশীর ফেস্টুনে কালি!

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শেরপুর প্রতিনিধি
শেরপুর-৩ (শ্রীবদীর্-ঝিনাইগাতি) আসনের আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সেলের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা কৃষিবিদ আ স ম হোসেন আল ফারুক ডিউনের ফেস্টুনে তার ছবির ওপর রাতের অঁাধারে কে বা কারা কালো রং লেপন করে বিকৃতি করেছে। একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবদীর্-ঝিনাইগাতি) আসন থেকে এমপি প্রাথীর্ হিসেবে মনোনয়ন পেতে আল ফারুক ডিউন দৌড়ঝঁাপ ও এলাকায় গণসংযোগ করেন। ইতোমধ্যে তিনি জেলা সদরসহ তার নিবার্চনী এলাকায় বেশকিছু পোস্টার, ব্যানার ও ফেস্টুন সঁাটিয়েছেন। শেরপুর জেলা শহরের জেলা প্রশাসকের কাযার্লয়ের প্রবেশদ্বারসহ শহরের বিভিন্ন স্থানের সঁাটানো ফেস্টুনে ডিউনের ছবির ওপর মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা এ কালি লেপন করে ফেস্টুনগুলো বিকৃতি করেছে। ফেস্টুনে কালি লেপন করাকে পরিকল্পিত ও তার জনপ্রিয়তায় ঈষাির্ন্বত হয়ে একটি মহল এ কাজ করেছে বলে ডিউন অভিযোগ করেছেন। তিনি বতর্মানে ঢাকায় অবস্থান করায় আইনগত কোনো ব্যবস্থা না নিতে পারলেও ঢাকা থেকে শেরপুর গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি মোবাইলে জানান। তবে তিনি বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবগত করেছেন বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।