বঁাশের সঁাকোতেই নদী পারাপার

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনটে বঁাশের সঁাকো দিয়ে লোকজনের ঝঁুকিপূণর্ পারাপার Ñযাযাদি
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূবর্ গুয়াডহুরি গ্রামের মানাস নদীতে স্বেচ্ছাশ্রমে নিমির্ত বঁাশের সঁাকোই কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। আর নদীতে পানি বাড়লে একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা। এভাবেই জীবনের ঝঁুকি নিয়ে শিক্ষাথীর্সহ এলাকাবাসীকে নদী পারাপার হতে হয়। সরেজমিনে জানা যায়, গোসাইবাড়ী ইউনিয়নের পূবর্ গুয়াডহুরি গ্রামের পাশ দিয়ে বহমান মানাস নদী। স্থানীয় লোকজন ওই নদীর উপর দিয়ে যাতায়াতের জন্য স্বেচ্ছাশ্রমে বঁাশের সঁাকো নিমার্ণ করেছে। প্রতিদিন ওই সঁাকোর উপর দিয়ে ঝঁুকিপূণর্ভাবে চিকাশী, জোড়শিমুল, গোসাইবাড়ী, পূবর্ গুয়াডহুরী ও গজারিয়া গ্রামের শিক্ষাথীর্সহ হাজারো লোকজন যাতায়াত করে। সঁাকোর উপর দিয়ে লোকজন পারাপার হলেও মালামাল ও কৃষিপণ্য পরিবহনে চরম দুভোর্গ পোহাতে হয়। এ ছাড়া অতিরিক্ত চলাচলের কারণের সঁাকোটি মাঝে মধ্যে ভেঙ্গে গেলে বা নদীতে পানি বৃদ্ধি পেলে নৌকায় পারাপার হতে হয়। নড়বড়ে সঁাকোটির উপর দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরাও ঝঁুকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। গোসাইবাড়ী মনির্ং সান স্কুলের ৮ম শ্রেণির ছাত্র শ্রী সুফল কুমার বলেন, নদীতে পানি বাড়লে নৌকায় করে যেতে আরও দুভোর্গ বেড়ে যায়। উপজেলা প্রকৌশল কমর্কতার্ জহুরুল ইসলাম জানান, ওই নদীর উপর ব্রিজ নিমাের্ণর জন্য সরকারের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হবে।