বাগেরহাটের মংলায় বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মাংলাস্থ কোস্টগাডর্ পশ্চিম জোনের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে বুধবার সকালে মোংলা বন্দরের পশুর নদীর অপর পারের বাজুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ১টি তক্ষক উদ্ধার করেছে। এ সময়ে বন্যপ্রাণী পাচারকারীরা কোষ্টগাডর্ সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাক্সে রাখা তক্ষকটি ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত তক্ষকটির ১২ ইঞ্চি লম্বা ও ওজন ৩০০ গ্রাম। মোংলা কোস্টগাডর্ পশ্চিম জোনের গোয়েন্দা কমর্কতার্ লে. জাহিদ আল হাসান জানান, উদ্ধারকৃত তক্ষকটি পূবর্সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট কমর্কতার্র কাছে হস্তান্তরের পর দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।