বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশ ভারতের বেনাপোল-পেট্রাপোল সিএন্ডএফ কমর্চারীদের ভেতর তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বুধবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, বেনাপোলের এমআর ট্রেডিং ফ্রেস নামের একটি সিএন্ডএফ-এর কমর্চারী শাহ আলম পেট্রাপোল বন্দরে আমদানি বাণিজ্য পণ্য লোডের জন্য গেলে তার সঙ্গে ট্রাক ভাড়া নিয়ে বাকবিতÐার পর ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ কমর্চারীরা তাকে মারধর করে। এরপর বডার্র গাডর্ বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ এবং সে দেশের সিএন্ডএফ সদস্যরা আলোচনার মাধ্যমে বাংলাদেশি সিএন্ডএফ কমর্চারী শাহ আলমকে ফেরত দেয়।