শাবিতে হলে চুরি আতঙ্কে ছাত্রীরা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাবিব রহমান, শাবি
ছাত্রীদের আবাসনের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে রয়েছে মাত্র দু‘টি ছাত্রী হল। প্রয়োজনের তুলনায় হল সংখ্যা অপ্রতুল হলেও যারা হলে থাকছেন সাম্প্রতিক সময়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে অনেকটাই প্রশ্নবিদ্ধ বিশ^বিদ্যালয় প্রশাসন। এ বছরেই গত আট মাসের ব্যবধানে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। হলের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আবাসিক ছাত্রী জান্নাতি নাঈম জানান, ৩২০ একরের ক্যাম্পাসে কোনো সীমানা প্রাচীর নেই। কিছু দিন আগে হলে চোর প্রবেশ করে ল্যাপটপসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আবাসিক ছাত্রীরা আতঙ্কের মধ্যে আছে। এদিকে হলের নিরাপত্তার দাবিতে বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে সাত দফা দাবি জানিয়েছে। দুইটি টিলায় পুলিশ চেক পোস্ট স্থাপন, সিকিউরিটি অফিসারের পদত্যাগ ও দক্ষ অফিসার নিয়োগ, চোরদের চক্র সনাক্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা, প্রশিক্ষণপ্রাপ্ত পযর্প্ত নাইট গাডর্ নিয়োগ, কাটাতারের বেড়ার উচ্চতা বৃদ্ধি করা, কাযর্কর সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা, জরুরী কল বা বেল সিস্টেম চালু করার দাবি জানান ছাত্রীরা। এ ব্যাপারে হল প্রভোস্ট অধ্যাপক আমিনা পারভীন বলেন, ছাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত ছাত্রীদের ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান তিনি।