আদমদীঘিতে ইউরিয়া সারের কৃত্রিম সংকট, ভোগান্তি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে চলতি আমন মওসুমে কিছু অসাধু ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা ইউরিয়া সারের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে এ অঞ্চলের প্রান্তিক কৃষকরা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এলাকার কৃষক ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশি চায়না, সৌদি/আবুধাবি, আমেরিকা থেকে আমদানি করা বিভিন্ন প্রকারের ইউরিয়া সার হওয়ায় বিপাকে ও প্রতারণার শিকার হচ্ছেন কৃষকরা। তাছাড়া সারে বিভিন্ন ভেজাল ও ডিএপি বাংলাদেশি সারের বস্তায় ৪-৫ কেজি ওজনে কম দিয়ে নিজস্ব সেলাই মেশিনে সেলাই করে প্রতি বস্তা ৫০ কেজির স্থলে ৪৫ কেজি বিক্রয় করে থাকে এমন অভিযোগও রয়েছে। সরকারের বেঁধে দেয়া মূল্য ৮০০ টাকার ইউরিয়া সার ৮৩০ টাকা থেকে ৮৫০ টাকায় বিক্রয় করছে বলে স্থানীয় কৃষকরা জানান। বাজারে খেঁাজ নিয়ে এর সত্যতাও মিলেছে। উপজেলার নসরতপুর বাজারের মেসাসর্ মঙ্গল সাহা ট্রেডাসের্র স্বত্বাধিকারী জানান, চলতি ভরা মৌসুমে সার ঠিকমতো পাওয়া যায় না তাই অনেক ডিলার একটু বেশি দাম নিয়ে থাকে। উপজেলার কৃষি কমর্কতার্ কামরুজ্জামান জানান, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গোপনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদশর্ন করা হচ্ছে। কোন ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।