স্কুল-কলেজ প্লাবিত পাঠদান ব্যাহত

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
যমুনা, করতোয়া ও বড়াল নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে শাহজাদপুরে সাবির্ক বন্যা পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না। ফলে মঙ্গলবারও উপজেলার সবর্ত্র বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলার প্রায় অধর্শত শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্যাকবলিত। সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ বন্যার কারণে এখনও বন্ধ করা হয়নি। এতে উপজেলার ১৩টি ইউনিয়নসহ শাহজাদপুর পৌর এলাকার অনেক স্থান এখন বন্যাকবলিত। ২২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৫টি বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। পৌর সদরের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বন্যামুক্ত থাকলেও বাকি বিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্যাকবলিত। বাঁধভাঙা পানিতে বিস্তীণর্ এলাকা প্লাবিত। প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষা সমাপনী পরীক্ষা চলছে। হাটুসই পানি মাড়িয়ে শিক্ষাথীর্ ও শিক্ষকগণ পরীক্ষায় অংশ গ্রহণ করছে। উপজেলা শিক্ষা কমর্কতার্ মো. ফজলুল হক বলেন, স্কুল ছুটি দিলে দুযোের্গর সময় শিক্ষকদের খুঁজে পাওয়া যায় না। সে জন্য স্কুল ছুটি দেওয়া হয়নি। শাহজাদপুরে বন্যায় শ্যামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প‚বর্ চর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২২৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৫টি বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতার্ আবদুল কাদের বিশ্বাস জানান, ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত হয়ে পড়েছে।