বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাচোলে ভিক্ষুক থাকবে না:জেলা প্রশাসক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিক্ষুক থাকবে না বললেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। শুক্রবার নাচোল উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের ছাগল বিতরণের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রম্নতি- সারাদেশে পর্যায়ক্রমে কেউ গৃহহীন থাকবে, না সেই সঙ্গে ভিক্ষুক রবে না। ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সারাদেশের ন্যায় নাচোলেও পর্যায়ক্রমে ভিক্ষুকদের তালিকা করে সরকারের বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে। ছাগল বিতরণ অনুষ্ঠানে ইউএনও সাবিহা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে