বঙ্গবন্ধুর মু্যরালের নিরাপত্তায় গ্রাম পুলিশ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভাস্কর্য-মু্যরাল ২৪ ঘণ্টা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে গ্রাম পুলিশ সদস্যরা। গত ৭ ডিসেম্বর হাইকোর্টের আদেশে সারাদেশের জেলা-উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য-মু্যরালের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। সদরের উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মু্যরাল (গর্ব), উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবনের সামনে ও নারুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে রয়েছে বঙ্গবন্ধুর মু্যরাল। হাইকোর্টের নির্দেশের পর থেকেই নারুয়া ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবন এলাকায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বালিয়াকান্দি, ইসলামপুর, বহরপুর, জামালপুর ও জঙ্গল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, উপজেলার ৩টি মু্যরালের নিরাপত্তা দায়িত্ব পালন করছে গ্রাম পুলিশ সদস্যরা। তাদের নিয়মিত ডিউটির অংশ হিসেবেই এ দায়িত্ব পালন করছেন।