শরীয়তপুরে চার মেয়র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

শরীয়তপুর প্রতিনিধি
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আজ শরীয়তপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং অফিসার। এ বছর শরীয়তপুর পৌরসভায় চারজন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিরা হলেন-আওয়ামী লীগের অ্যাডভোকেট পারভেজ রহমান, বিএনপির অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ঢালী, জাতীয় পার্টির সাহিদ সরদার ও ইসলামী আন্দোলনের মো. তানভীর আহমেদ বিলস্নাল। পৌরসভায় মোট ভোটার ৩৮ হাজার ৬০০ জন। এর মধ্যে নারী ১৯ হাজার ১০০ এবং পুরুষ ভোটার সংখ্যা ১৯ হাজার ৫০০ জন। শুক্রবার দুপুরের মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে যাবতীয় সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়।