কুলিয়ারচরে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর নির্বাচন আজ। নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করা উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল মিলস্নাত শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার দলের নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কয়েক দিন ধরে পুলিশ পরিচয় দিয়ে রাতের আঁধারে হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে বিএনপির ২৫ জন নেতাকর্মীর নাম উলেস্নখ করে কুলিয়ারচর থানায় মামলা করা হয়। মামলায় সাফি উদ্দিন নামে বিএনপির এক নেতাকে শুক্রবার তার নিজ গ্রাম কামালিয়া কান্দি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, বিএনপি নেতা হাজী রফিকুল ইসলাম, মো. শাহদাতুল ইসলাম শাহ আলম, এম.এ হান্নান, আজহারুল ইসলাম লিটন প্রমুখ।