বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় তিন পৌরসভায় ব্যালট পেপারে ভোট

কুষ্টিয়া প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

কুমারখালী, ভেড়ামারা, মিরপুর ও কুষ্টিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। কুমারখালী পৌরসভার নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। এছাড়া বাকি তিনটি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিবেন ভোটাররা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমারখালী পৌর নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুণ নৌকা ও পৌর যুবদলের সভাপতি আনিসুর রহমান লালু বিশ্বাস ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রে ১৮ হাজার ৯৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভেড়ামারায় মেয়র পদে লড়ছেন চারজন প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী শামিমুল ইসলাম ছানার বিপরীতে জাসদের আনোয়ারুল কবির টুটুল, প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই প্রার্থীর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করছেন ভোটাররা। এছাড়া বিএনপির শামিম রেজা খান এবং স্বতন্ত্রপ্রার্থী সোলেমানও মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভেড়ামারার ভোটার সংখ্যা ১৯ হাজার ৪০৫ জন।

মিরপুর পৌর নির্বাচনে পৌর আওয়ামী লীগ সভাপতি এনামুল হক নৌকা প্রতীকে, বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান ধানের শীষ এবং স্বতন্ত্রপ্রার্থী আরিফুর রহমান মোবাইল ফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ ওয়ার্ড মিলে মোট ভোটার ১৭ হাজার ৬৬৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে