মাগুরায় দ্বিমুখী লড়াইয়ের আভাস

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরা পৌরসভার মসনদ জয়ের লড়াই আজ। এরই মধ্যে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন। ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে এ পৌরসভায়। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী অংশ নিচ্ছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলনের মশিউর রহমান। তবে নির্বাচনে আওয়ামী লীগের খুরশিদ হায়দার টুটুল এবং বিএনপির ইকবাল আখতার কাফুরের মধ্যে ভোটের মূল লড়াই হবে বলে ধারণা করছেন ভোটাররা। সূত্র জানায়, মাগুরা পৌরসভার ৩৫টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। নির্বাচনে মেয়র পদে ৩, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ এবং সংরক্ষিত পদে ১০ জনসহ ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।