বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাংনীতে উদ্দীপনার পাশাপাশি বাড়ছে উৎকণ্ঠা

মেহেরপুর প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

মেহেরপুরের গাংনী পৌরসভায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার দুপুরের দিকে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন-সংশ্লিষ্টদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠায় নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগ আর উৎকণ্ঠাও বাড়ছে। এবারই প্রথম পৌরবাসী ইভিএম ব্যবহার করে ভোট দেবেন।

নির্বাচনী দায়িত্ব পালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট,র্ যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৩৭ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী, বিএনপির আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম, ব্যবসায়ী আনারুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু হুরায়রা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৩৫৭ জন।

নির্বাচনী এলাকায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌরসভা নির্বাচনের রির্টার্নিং কর্মকর্তা ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে