হবিগঞ্জে দূষিত পানি সরবরাহ বাড়ছে জন্ডিস রোগীর সংখ্যা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ পৌরসভার আয়রন দূরীকরণ প্ল্যান্ট থেকে প্রতিনিয়ত সরবরাহ করা হচ্ছে দূষিত পানি। অস্বাস্থ্যকর ও দুগর্ন্ধযুক্ত এই পানি পান করে শহরবাসী আক্রান্ত হচ্ছে নানা রোগে। এরপরও বিষয়টি নিয়ে উদাসীন রয়েছে পৌর কতৃর্পক্ষ। যে কারণে শহরবাসীর মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ ও আতঙ্ক। ইতোমধ্যে হবিগঞ্জ নাসির্ং ইনস্টিটিউটের ১৬ শিক্ষাথীর্সহ দেড় শতাধিক লোক আক্রান্ত হয়েছে জন্ডিসে। এ ছাড়াও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে পৌর নাগরিক। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, শহরের বেবিস্ট্যান্ড এলাকায় পৌর পানি সরবরাহ প্রকল্পের লৌহ দূরীকরণ প্ল্যান্টে শেড না থাকায় পানিতে পড়ছে পাখির বিষ্টা। এ ছাড়া প্ল্যান্টের স্তরে স্তরে রয়েছে শেওলাসহ বিভিন্ন ধরনের ময়লা-আবজর্না। ওপৗর পানি সরবরাহ প্রকল্প-২ এর তত্ত¡াবধায়ক মো. আব্দুল কদ্দুছ শামীম জানান, সরকারের আথির্ক সহায়তায় ২০০৮ সালে বেবিস্ট্যান্ড এলাকায় পৌর পানি সরবরাহ প্রকল্প-২ স্থাপিত হয়। ড্রয়িংয়ে উপরে কোনো ঢাকনা না থাকায় সেটি খোলা অবস্থায় নিমির্ত হয়েছে। যেহেতু এ ব্যাপারে প্রশ্ন উঠেছে তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এ ব্যাপারে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সোলায়মান মিয়া জানান, ইতোমধ্যে তার কাছে জন্ডিস আক্রান্ত হয়ে শতাধিক লোকজন এসেছেন। তিনি ধারণা করছেন হবিগঞ্জ পৌরসভার অবিশুদ্ধ পানি পানের কারণেই এই অসুখ হয়েছে।