মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে : তথ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০
কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ -যাযাদি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, লুটপাট করে অঢেল সম্পদ বানানোদের অনেকে পিঠ বাঁচাতে এখন নৌকায় উঠতে চায়। নৌকায় উঠে রক্ষা পেতে চাচ্ছে তারা। তাদের ধারণা, নৌকায় উঠতে পারলে লুণ্ঠিত সম্পদ রক্ষা করা সহজ হবে। কাউকে সেই সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ডক্টর হাছান মাহমুদ বলেন, 'পৌরসহ নানা নির্বাচন চলছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে। আজকে বাংলাদেশের দেড় কোটি মানুষ বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছেন। কক্সবাজারবাসীর চোখের সামনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কক্সবাজারকে উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে নিয়ে যাচ্ছেন।

কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী আরও বক্তৃতা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উলস্নাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে